ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে জাপানে। দেশটির হোক্কাইডো প্রিফেকচারের হানাসাকি বন্দরে প্রথম ঢেউ আছড়ে পড়ে। স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জাপান জানিয়েছে, হোক্কাইডোতে প্রাথমিকভাবে প্রায় ৩০ সেন্টিমিটার বা ১ ফুট উচ্চতার সুনামির ঢেউ রেকর্ড করা হয়েছে। যদিও এটি ছোট আকারের বলে মনে হলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন—এই ঢেউ সাধারণ ঢেউয়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী। ৫০ সেন্টিমিটার ঢেউয়ের ধাক্কাও ২০০ কেজি বা ৪৪১ পাউন্ড পর্যন্ত শক্তি তৈরি করতে পারে, যা একজন পূর্ণবয়স্ক মানুষকে ভাসিয়ে নেওয়ার জন্য যথেষ্ট।
এর আগে স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে রাশিয়ার কামচ্যাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। প্রথমে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) ভূমিকম্পটির মাত্রা ৮ বলে জানালেও পরে তা সংশোধন করে ৮.৮ করা হয়। এই ভূমিকম্পকে গত কয়েক দশকের মধ্যে রাশিয়ায় আঘাত হানা অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করেছে যে, হোক্কাইডোর উত্তরাঞ্চলসহ জাপানের কিছু উপকূলীয় অঞ্চলে ৩ মিটার (৯ দশমিক ৮ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। ধীরে ধীরে তা দেশটির দক্ষিণাঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সুনামির প্রথম ঢেউ ইতোমধ্যে হানাসাকি বন্দরে পৌঁছেছে। আরও বড় ঢেউ এগিয়ে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে, যা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
রাশিয়ার ভূমিকম্পপ্রবণ কামচ্যাটকা অঞ্চলে এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। অপরদিকে জাপানে জনগণকে উপকূলীয় এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।