রাশিয়ার পূর্ব উপকূলে ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ৮। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
প্রথমে ইউএসজিএস জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৮। পরে তা সংশোধন করে ৮ দশমিক ৭ এবং সর্বশেষ তা আরও বাড়িয়ে ৮ দশমিক ৮ নির্ধারণ করা হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার পূর্বে, প্রশান্ত মহাসাগরের তলদেশে।
ভূমিকম্পের পরপরই জাপান, হাওয়াই, আলাস্কা ও তাইওয়ানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা সতর্কবার্তায় জানিয়েছে, দেশটির পূর্ব উপকূলে এক মিটার বা প্রায় ৩.৩ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। হালনাগাদ সতর্কবার্তায় হোক্কাইডো দ্বীপের উত্তরাঞ্চলে তিন মিটারের বেশি উঁচু সুনামির সম্ভাবনার কথাও বলা হয়েছে। সতর্কতা আরও জানায়, এ সুনামি ধীরে ধীরে দক্ষিণ দিকেও বিস্তৃত হতে পারে।
এদিকে, ভূমিকম্পের তাৎক্ষণিক পরই যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র হাওয়াইয়ের জন্য ‘সুনামি নজরদারি’ ঘোষণা করেছে। একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ানের উপকূলীয় এলাকাতেও।
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে এতটা শক্তিশালী ভূমিকম্প কয়েক দশকের মধ্যে এই প্রথম। এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।