ডেস্ক রিপোর্ট, সকলের কণ্ঠ | ২৮ জুলাই ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে শুরু হওয়া বৈঠকে সরকারি চার সংস্থার নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে। বৈঠকের দ্বিতীয় দফায় এই বিষয়ে আলোচনা চলছিল।
আলোচনার সূচিতে ছিল সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং ন্যায়পাল (Ombudsman) নিয়োগের প্রক্রিয়া। কমিশনের পক্ষ থেকে এসব সংস্থার নিয়োগকে স্বচ্ছ, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়। তবে এই অংশে অংশ না নিয়েই বৈঠক থেকে উঠে যায় বিএনপির প্রতিনিধিরা।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৈঠকের শুরুতেই জানান, “জুলাই সনদের খসড়া আজকের মধ্যেই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এই সনদে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও রাজনৈতিক সংস্কারের প্রেক্ষাপট স্পষ্টভাবে তুলে ধরা হবে।”
তিনি আরও বলেন, “অনেক মৌলিক বিষয়ে আলোচনা হলেও এখনো কোন বিষয়ে পূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।”
বিএনপি প্রতিনিধি দলের এক সদস্য জানিয়েছেন, “চার সংস্থার নিয়োগে সরকারের প্রস্তাব নিয়ে আমাদের আশঙ্কা রয়েছে। তাই আমরা আলোচনার এই অংশে অংশগ্রহণ করিনি। তবে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর মতো গঠনমূলক আলোচনায় অংশ নিতে আমরা প্রস্তুত।”
এর আগে, ২৩ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের বিরুদ্ধে সিপিবিসহ তিনটি বাম দল সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করেছিল। সেদিন সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অধিবেশন শুরু হওয়ার পরপরই দাঁড়িয়ে প্রতিবাদ জানান।
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এর আগেও একাধিকবার দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা গেছে। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যেতে কমিশন এখনও আগ্রহী বলে জানা গেছে।
কী আছে জুলাই সনদে?
জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার কাঠামোগত সংস্কার, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা এবং নির্বাচন ব্যবস্থার পুনর্গঠন সংক্রান্ত প্রস্তাব দেওয়া হবে। তবে এখনো সনদটি চূড়ান্ত নয়। রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়ার পরই এর চূড়ান্ত রূপ নির্ধারণ করা হবে।