ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার পর নতুন পথে এগোচ্ছে সিরিয়া। চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির অন্তর্বর্তী সংসদ নির্বাচন। রোববার (স্থানীয় সময়) এ ঘোষণা দিয়েছে সিরিয়ান নির্বাচনী কর্তৃপক্ষ। খবর ফ্রান্স ২৪।
মূলত নতুন আইনসভা গঠনের উদ্দেশ্যেই এ ভোট আয়োজন করছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যেই গঠিত হয়েছে ১০ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি, যা গত জুনে রাষ্ট্রপতির আদেশে প্রতিষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের প্রধান মোহাম্মদ তাহা আল-আহমাদ জানিয়েছেন, ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে। এতে মোট ২১০ জন আইনপ্রণেতা নির্বাচিত হবেন। এর মধ্যে ১৪০ জনকে নির্বাচিত করবেন স্থানীয় নির্বাচনী সংস্থাগুলো, আর বাকি ৭০ জনকে মনোনয়ন দেবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
প্রসঙ্গত, ১৪ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতা হারান। এরপর আহমেদ আল-শারা অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সিরিয়ার পুনর্গঠন ও সংস্কারে পাঁচ বছর মেয়াদি রূপরেখা ঘোষণা করেন।
বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন এই পার্লামেন্ট নির্বাচন প্রেসিডেন্ট শারার রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। কারণ, নতুন সংসদ গঠনের পর তা দেশের পরবর্তী সংবিধান প্রণয়ন ও স্থায়ী নির্বাচনের পথ সুগম করবে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সম্প্রতি প্রেসিডেন্ট শারার সঙ্গে বৈঠকে বসেন মোহাম্মদ তাহা আল-আহমাদ। সেখানেই নতুন সংসদ গঠনের পরিকল্পনার বিস্তারিত রূপরেখা তৈরি হয়।
আহমাদ আরও বলেন, “এই নির্বাচনে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। পাশাপাশি, পরবর্তী স্থায়ী সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এই সংসদ আইন প্রণয়নের পূর্ণ ক্ষমতা ভোগ করবে।”