ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ঢাকা, ২৭ জুলাই:
জুলাই বিপ্লব শুধুমাত্র অতীতের কোনো ঘটনাই নয়, বরং এটি একটি চলমান সংগ্রাম—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। রোববার (২৭ জুলাই) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজে আয়োজিত ‘জাগ্রত জুলাই ২৪’ শীর্ষক এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, চলতি জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের বিকল্প নেই। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের বৈষম্য নিরসনে এই ঘোষণাগুলোর বাস্তবায়ন জরুরি বলেও দাবি করেন তারা।
এসময় দেশের সামরিক খাতের আমূল সংস্কারের দাবি জানিয়ে বক্তারা বলেন, “জনগণের অর্থে পরিচালিত এই খাত যেন কোনোভাবেই রাজনৈতিক স্বার্থসাধনের যন্ত্র না হয়।” বক্তারা আরও জানান, একটি দায়িত্বশীল, জবাবদিহিমূলক এবং গণতান্ত্রিক সামরিক কাঠামো গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় ঢাকা কলেজের অধ্যাপক একেএম ইলিয়াস বলেন, “উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে যেসব শিক্ষক নিজেদের জীবন উৎসর্গ করে শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে দ্রুত মর্যাদা দেওয়া উচিত। এই আত্মত্যাগ জাতির গর্ব।”
অন্যদিকে, আলোচিত হত্যা মামলার ভুক্তভোগী কিশোর হাসনাতুল ফাইয়াজ সভায় বক্তব্য রাখতে গিয়ে জানান, পুলিশি নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা তার জীবনের দুঃসহ অধ্যায়। তিনি বলেন, “জুলাই বিপ্লবের মহান চেতনা এখন কিছু স্বার্থান্বেষী মহলের হাতে কলুষিত হচ্ছে। আগে যারা আন্দোলনের অংশ ছিলেন, তাদের কেউ কেউ এখন চাঁদাবাজিতে জড়াচ্ছেন—যা অত্যন্ত দুঃখজনক।”
আয়োজনে উপস্থিত ছাত্র প্রতিনিধিরা বলেন, চলমান আন্দোলনকে বিতর্কিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। ‘জুলাই বিপ্লব’ একটি গণমানুষের আন্দোলন, যা প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে অব্যাহত থাকবে।