ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
রাজধানীর উত্তরা এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া সাহিল ফারাবি আয়ান (১৪) নামের এক কিশোর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুলাই) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাহিল ফারাবি আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আয়ানের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। রাত পৌনে ২টার দিকে সে মারা যায়।”
এই নিয়ে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ জনে। এছাড়া আরও একজন মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
দগ্ধদের বেশিরভাগই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা সবাই দুর্ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছিল।
উল্লেখ্য, কয়েক দিন আগে উত্তরার ১২ নম্বর সেক্টরে একটি প্রশিক্ষণ চলাকালীন যুদ্ধবিমান দুর্ঘটনায় আগুন ছড়িয়ে পড়ে। এতে অনেকে আহত হন এবং দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।