ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
গ্রিসের জনপ্রিয় সমুদ্র সৈকতে ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছেন এক ইসরায়েলি পর্যটক। বর্ণবৈষম্যমূলক কথার জেরে এক সিরিয়ান নাগরিক ওই ইসরায়েলির কানের একটি অংশ ছিঁড়ে ফেলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
টাইমস অব ইসরায়েল-এর বরাতে জানা গেছে, স্টাভ বেন-সুসান নামের ওই পর্যটক তার স্ত্রীসহ ঘুরতে গিয়েছিলেন গ্রিসের অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে। সেখানে আরও এক ইসরায়েলি দম্পতির সঙ্গে কথোপকথনের সময় ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী বেন-সুসান গ্রিসের একটি হাসপাতালে সংবাদমাধ্যমকে জানান, কথোপকথনের সময় এক ব্যক্তি তাদের ভিডিও করা শুরু করেন এবং একপর্যায়ে উস্কানিমূলক স্লোগান দিতে থাকেন— ‘ফ্রি ফিলিস্তিন’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘আমি হামাস’।
পরে ওই সিরিয়ান নাগরিক বালু ছুড়ে মারলে বেন-সুসান তাকে ধাক্কা দেন। ঘটনাস্থলের নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি সামাল দিয়ে হামলাকারীকে সৈকত থেকে সরিয়ে দেন।
তবে এখানেই থেমে থাকেনি ঘটনা। ঘণ্টাখানেক পর বেন-সুসান ও তার স্ত্রী সৈকত এলাকা ত্যাগ করার সময় আবারও সেই সিরিয়ান নাগরিক তাদের অনুসরণ করে এবং সরাসরি তার স্ত্রীর ওপর হামলার চেষ্টা করে। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারী বেন-সুসানের কানের একটি অংশ ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পরপরই গ্রিস পুলিশ ওই সিরিয়ান নাগরিককে আটক করেছে এবং বিস্তারিত তদন্ত শুরু করেছে।
এদিকে, এটি গত কয়েক দিনের মধ্যে গ্রিসে ঘটে যাওয়া তৃতীয় ইসরায়েল-বিরোধী সহিংসতার ঘটনা। এর আগে, গ্রীক দ্বীপ রোডসে ইসরায়েলি কিশোরদের ওপর হামলা এবং সাইরোস দ্বীপে একটি ইসরায়েলি মালিকানাধীন ক্রুজ জাহাজকে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে।