ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
২৭ জুলাই ২০২৫, রোববার
ঢাকা:
কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ বলেন, “অর্গানোগ্রামের সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব ইউনিটের কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করা হলো।”
তিনি আরও বলেন, “দুর্ভাগ্যজনকভাবে সংগঠনের ব্যানার ব্যবহার করে নামে-বেনামে অনেকেই অপকর্মে জড়ানোর চেষ্টা করেছে। আমরা যেদিন আত্মপ্রকাশ করি, সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম—এমন অনৈতিক কর্মকাণ্ড আমরা কখনো বরদাশত করব না।”
রিফাত রশিদ জোর দিয়ে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে কেউ যদি বেআইনি বা অপকর্মে জড়ায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই।”
তিনি জানান, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে পরবর্তীতে কেন্দ্রীয় নেতারা আলোচনায় বসবেন এবং আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন।
এই ঘোষণার মাধ্যমে সংগঠনটির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পরিচ্ছন্ন রাজনৈতিক ধারার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন কেন্দ্রীয় নেতারা।