গাজার দিকে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা ‘হান্দালা’ জাহাজটিকে আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
শনিবার (২৬ জুলাই) স্থানীয় সময় রাত ১১টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আয়োজক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। সংগঠনটির বিবৃতি অনুযায়ী, ইসরায়েলি বাহিনী প্রথমে জাহাজটির সব ক্যামেরা বিচ্ছিন্ন করে দেয় এবং এরপর হান্দালার সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।এফএফসি জানায়, “অস্ত্রহীন এই জাহাজটি গাজার ক্ষুধার্ত জনগণের জন্য জীবনরক্ষাকারী সহায়তা বহন করছিল। অথচ ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় ঢুকে জাহাজে জবরদখল চালায়, যাত্রীদের অপহরণ করে এবং বহনকৃত মালামাল জব্দ করে। এটি স্পষ্টভাবে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের লঙ্ঘন।”কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ঘটনার সময় জাহাজটি গাজা উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল (৭৪ কিলোমিটার) দূরে অবস্থান করছিল।জাহাজটিতে ১২টি দেশের ২১ জন মানবাধিকার কর্মী ছিলেন, যারা ফিলিস্তিনিদের জন্য সরাসরি সহানুভূতি এবং সাহায্যের বার্তা নিয়ে রওনা হন। বহনকৃত পণ্যের মধ্যে ছিল শিশু খাদ্য, ডায়াপার, খাদ্যসামগ্রী ও ওষুধ—যা গাজায় চলমান মানবিক বিপর্যয় মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত।ইসরায়েলি কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।
গাজায় সহায়তা পৌঁছাতে ফ্রিডম ফ্লোটিলার দীর্ঘ প্রচেষ্টার অংশ ছিল এই মিশন। ‘হান্দালা’ জাহাজটি সেই মানবিক বার্তা বহন করছিল যা প্রতিনিয়ত অবরুদ্ধ ফিলিস্তিনিদের ন্যূনতম মানবাধিকারের দাবি তুলে ধরে।