📌 ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন কমিশনে তাদের সর্বশেষ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। রোববার (২৭ জুলাই) সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদের কাছে এ হিসাবপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ পঞ্জিকা বছরে বিএনপির মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। হিসাব অনুযায়ী, বিএনপির হাতে বর্তমানে উদ্বৃত্ত রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।
এর আগে, গত ৭ জুলাই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে তাদের আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায়, দলটিকে চিঠি দেয়া হয়নি। বাকি ৫০টি নিবন্ধিত দল পেয়েছে এই চিঠি।
নির্বাচনী আইনের আওতায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (RPO) অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ধারাবাহিকভাবে তিন বছর আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধানও রয়েছে।
বর্তমানে, নির্বাচন কমিশনের তালিকাভুক্ত নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি হলেও, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ৫০টি দল এই হিসাব জমা দেয়ার প্রক্রিয়ার আওতায় রয়েছে।