ডেস্ক রিপোর্ট // সকলের কন্ঠ :
দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেই যেন হতাশার চোরাবালিতে পড়ে গেল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। হায়দরাবাদে ৩-১৩ আগস্ট অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে আয়োজক দেশ ভারত।
শনিবার (২৬ জুলাই) দুপুর আড়াইটায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিজ্ঞ রুপালী আক্তারকে অধিনায়ক করে ১৫ সদস্যের নারী দল ঘোষণা করা হয়। তবে সম্মেলন শেষ হওয়ার মাত্র ৪০ মিনিট পরই ভারত থেকে আসে একটি ই-মেইল, যেখানে জানানো হয় বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন,
> ‘সংবাদ সম্মেলন শেষে আমরা ই-মেইলটি পাই। আয়োজকরা জানিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কন্টিনজেন্ট তালিকার ছাড়পত্র পেতে বিলম্ব হওয়ায় নারী কাবাডি বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ জানানো হবে।’
এর আগে সংবাদ সম্মেলনে তিনি চাইনিজ তাইপে সহ কয়েকটি দেশের ভিসা জটিলতার বিষয়টিও তুলে ধরেন। বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল আগামীকাল ভিসার জন্য আবেদন করার কথা ছিল, তবে টুর্নামেন্ট স্থগিত হওয়ায় সেই প্রয়োজনও আর রইল না।
এমন আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সুযোগ হারিয়ে হতাশ বাংলাদেশ নারী দলের খেলোয়াড়রা। প্রস্তুতি এবং মানসিক প্রস্তুতি সবই শেষ পর্যায়ে গিয়েছিল, এমন সময়ে স্থগিতাদেশে ধাক্কা খেয়েছে তাদের স্বপ্ন।
তবে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধাক্কা সামলে সামনে এগিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য। নেওয়াজ সোহাগ জানান,
> ‘বিশ্বকাপ স্থগিত হওয়া অবশ্যই দুঃখজনক। তবে আমরা আমাদের ক্যাম্প চালিয়ে যাব। কাবাডির উন্নয়নে ধারাবাহিক অনুশীলনের কোনো বিকল্প নেই।’