ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ :
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে কটাক্ষ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “ম্যাকরন যাই বলুক না কেন, তার কোনো গুরুত্ব নেই। তার সিদ্ধান্তে কিছুই বদলাবে না।”
শুক্রবার (২৫ জুলাই) এক সাংবাদিক সম্মেলনে ফিলিস্তিন-ইসরায়েল প্রসঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন ট্রাম্প। বলেন, “ইমানুয়েল খানিকটা অন্য ধাঁচের মানুষ। তবে সে যা বলুক, তাতে কিছু যায় আসে না। তার বিবৃতি একেবারেই গুরুত্বহীন। আমি তাকে পছন্দ করি, সে একজন ভালো মানুষ, কিন্তু আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে আছি, ফ্রান্সের সঙ্গে নই।”
ফিলিস্তিনপন্থি সংগঠন হামাস প্রসঙ্গেও কঠোর মন্তব্য করেন ট্রাম্প। বলেন, “আমার মনে হয় হামাসের সঙ্গে যা ঘটেছে, তা ভয়াবহ। তারা অনেকেরই সহযোগিতা পেয়েছে—এখন দেখা যাক কী হয়।”
এর আগের দিন বৃহস্পতিবার (২৪ জুলাই), প্রেসিডেন্ট ম্যাকরন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে, ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। ফ্রান্সের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ব্রিটিশ পার্লামেন্টেও আলোড়ন দেখা দেয়।
যুক্তরাজ্যের প্রায় ২২০ জন আইনপ্রণেতা, যাদের মধ্যে অর্ধেকের বেশিই লেবার পার্টির এমপি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়ে অনুরোধ করেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। চিঠিতে বলা হয়, “মুক্ত ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে এই সিদ্ধান্ত বড় পরিসরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।”