ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
শুক্রবার ২৫ জুলাই ২০২৫
রাজধানীর শ্যামপুর থানার জুরাইন এলাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শ্যামপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টা ১০ মিনিটে জুরাইন খন্দকার রোডের মাশআল্লাহ হোটেলের সামনে ৫-৬ জন ব্যক্তি সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানার রাত্রিকালীন টিম তাৎক্ষণিক অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—আরিয়ান সৈকত (২১), মো. ওমর (২০) এবং ইয়ামিন হোসেন তরুণ (২০)। এ সময় বাকি ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে শ্যামপুর থানার এক কর্মকর্তা জানান, “রাজনৈতিক অস্থিরতা তৈরি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এ সংক্রান্ত ঘটনায় শ্যামপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।