ঢাকা, ২১ জুলাই: রাজধানীর উত্তরা এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসে ভেঙে পড়ে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর বিধ্বস্ত হয়। বিকট শব্দে আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। এতে পাইলট স্কোয়াড্রন লিডার তৌকির ঘটনাস্থলেই প্রাণ হারান বলে নিশ্চিত করেছে একটি দায়িত্বশীল সূত্র।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বেলা ১টা ২২ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল স্টেশন থেকে আরও সাতটি ইউনিট সেখানে যোগ দেয়। মোট আটটি ইউনিটের চেষ্টায় আগুন কিছু সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস আরও জানায়, আহত চারজনকে দ্রুত হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের মতো কিছু ঘটে। এরপর কালো ধোঁয়া ও আগুনের শিখা চোখে পড়ে। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়।