জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)-কে ঘিরে দেয়া বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়রপ্রার্থী ও বিএনপি নেতা ইশরাক হোসেন “আবেগপ্রবণ” মন্তব্য করেছেন বলে মনে করছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় তিনি ইশরাককে ‘ম্যাচিওর’ ও দায়িত্বশীল রাজনীতির আহ্বান জানান।
সোমবার (২১ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি অভিমুখে এনসিপির ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র সূচনাপর্বে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন সারজিস।
সারজিস বলেন, “আওয়ামী লীগ একটি নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা এখন যেটা করছে, সেটা হরতাল নয়— এটা সন্ত্রাসী কার্যক্রম। দেশের মানুষ তাদের ডাকে সাড়া দেয় না। আমরা আশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।”
সারজিস আলম আরও বলেন, “গতকাল বিএনপির একজন মুখপাত্র হিসেবে ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি আবেগের বশবর্তী হয়ে কথা বলেছেন। সেখানে আমরা রাজনৈতিক পরিপক্বতার কোনো ছাপ পাইনি। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে ইশরাক হোসেনকে দেখেছি, এখন তার কথায় সেই মানুষটিকে খুঁজে পাচ্ছি না। এটা হতাশাজনক।”
তিনি আরও বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী হয়তো কক্সবাজারে এমন কিছু বলেছেন, যা অনেকের প্রত্যাশা অনুযায়ী হয়নি। কিন্তু ইশরাক যেভাবে উলঙ্গ করে মারার কথা বললেন, যেসব কটূক্তি করলেন, সেগুলো রাজনীতির ভাষা নয়। বরং তা পাটওয়ারীর বক্তব্যের চেয়েও নিচু মানের।”
এনসিপি নেতা বলেন, “আমরা যদি কারো কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি, তবে আগে নিজেকেও ভালো কিছু করতে হবে। কেউ যদি খারাপ কিছু করে, আর আমরা তার চেয়ে খারাপ কিছু করি, তাহলে তো রাজনীতি আরও নিচে নামবে। আমরা চাই সম্মানজনক রাজনৈতিক পরিবেশ গড়ে উঠুক।”