রোববার, ২০ জুলাই ২০২৫
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তার দফতর। শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছর বয়সী এই নেতা। পরে চিকিৎসকরা তার অন্ত্রে প্রদাহ এবং পানিশূন্যতা শনাক্ত করেন।
স্থানীয় সময় রোববার (২০ জুলাই) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী দফতর জানায়, “চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী তিন দিন বাসায় বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।”
এর আগে ২০২৩ সালে নেতানিয়াহুর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছিল। একই বছরের ডিসেম্বরে প্রস্রাবনালীর সংক্রমণে আক্রান্ত হয়ে তিনি প্রস্টেট অপসারণের অস্ত্রোপচারও করান।
বর্তমানে নেতানিয়াহুর শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানানো হয়েছে। তবে এ ঘটনায় ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে চলমান নিরাপত্তা সংকট ও মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে।
সুত্র : রয়টার্স