আন্তর্জাতিক ডেস্ক | ২১ জুলাই ২০২৫
গাজা উপত্যকায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর মরিচ স্প্রে (পিপার স্প্রে) ছোড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিশ্বজুড়ে।
ঘটনাটি ঘটেছে জিএইচএফ (গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন) পরিচালিত একটি সহায়তা কেন্দ্রে। ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ভিক্ষপ্রবণ জনগণের বিশাল ভিড় সামাল দিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মরিচ স্প্রে ব্যবহার করছেন। স্প্রে ছোড়ার সঙ্গে সঙ্গেই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, দুর্যোগপূর্ণ মানবিক পরিস্থিতিতে এমন আচরণ অগ্রহণযোগ্য ও অমানবিক। অবিলম্বে ঘটনার স্বাধীন তদন্ত দাবি করে দোষীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে এসব সংগঠন।
এখনও নিশ্চিত হওয়া যায়নি, কারা মরিচ স্প্রে ছুড়েছে — স্থানীয় নিরাপত্তা বাহিনী, কোনো সরকারি সংস্থা, নাকি তৃতীয় কোনো পক্ষ। তবে ভিডিওটি সামনে আসার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের ভেতর নতুন করে ক্ষোভের সঞ্চার হয়েছে।
প্রসঙ্গত, গাজার মানবিক পরিস্থিতি বর্তমানে চরম সংকটপূর্ণ। অবরোধ ও সংঘাতের ফলে খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের সংকটে রয়েছে লক্ষাধিক মানুষ। ত্রাণের জন্য প্রতিদিনই ভিড় জমছে বিভিন্ন সহায়তা কেন্দ্রে।
সূত্র: আল জাজিরা