ঢাকা, ২১ জুলাই — রাজধানীর চকবাজারে ওষুধ ব্যবসায়ী মো. নাহিদুল ইসলামকে ছুরিকাঘাতের ঘটনায় সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাতে বংশাল থানার সাতরওজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে চকবাজার থানা পুলিশ।
রোববার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, গ্রেফতার হওয়া সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা একজন কৌশলী ও হিংস্র মানসিকতার ব্যক্তি। তিনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী নাহিদুল ইসলামের ওপর হামলা চালান।
এ বিষয়ে পুলিশ জানায়, গত ১৬ জুলাই (বুধবার) বিকেল সোয়া ৩টার দিকে চকবাজারের নাজিম উদ্দিন রোডে শাহী মসজিদের নিচতলায় অবস্থিত ‘আব্দুল্লাহ ফার্মেসি’-তে এই হামলার ঘটনা ঘটে। ওষুধ ব্যবসায়ী ও ফার্মেসিটির মালিক মো. নাহিদুল ইসলাম দোকানে বসে ছিলেন। হঠাৎ করে অজ্ঞাত এক যুবক তার বুকে চাকু দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনার পরদিন, ১৬ জুলাই রাতেই চকবাজার মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আহত ব্যবসায়ী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে এক যুবক অতিরিক্ত ঘুমের ওষুধ কেনার জন্য দোকানে আসেন। ডাক্তারের প্রেসক্রিপশন চাওয়ায় ওই যুবক ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। এরপর বিকেল সোয়া ৩টার দিকে তিনি পুনরায় এসে নাহিদুলকে ছুরিকাঘাত করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সাদ্দাতুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে হামলার উদ্দেশ্য ও পেছনের কারণ জানার চেষ্টা চলছে।