গোপালগঞ্জ, ২০ জুলাই:
টানা চার দিনের কড়াকড়ির পর গোপালগঞ্জ থেকে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টার পর থেকে গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা ও কারফিউ আর বলবৎ থাকবে না। তবে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে জানানো হয়, সহিংস ঘটনায় জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
কীভাবে শুরু হলো পরিস্থিতি
গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত একটি পদযাত্রা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, এ কর্মসূচিতে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু কর্মী। এরপরই দ্রুত কারফিউ জারি করে প্রশাসন।
প্রথম দফায় ১৬ জুলাই রাত ৮টা থেকে ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর করা হয়। পরে পরিস্থিতির অবনতি হলে দ্বিতীয় দফায় তা বর্ধিত হয়ে ১৮ জুলাই বেলা ১১টা পর্যন্ত চলে। এরপর একাধিকবার সময়সীমা বাড়িয়ে ২০ জুলাই পর্যন্ত কারফিউ বলবৎ ছিল।
পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে
দীর্ঘ টানাপোড়েনের পর জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে মনে করছে প্রশাসন। জনজীবনও ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। তবে সতর্কতা হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন এলাকায় টহল অব্যাহত রেখেছে।