নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২০ জুলাই: দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান এবং সুশৃঙ্খল খাদ্য সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গম আমদানির একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। নতুন এই চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছর যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর ৭ লাখ টন করে সর্বমোট ৩৫ লাখ টন উচ্চমানের গম প্রতিযোগিতামূলক মূল্যে আমদানি করবে বাংলাদেশ।
রোববার (২০ জুলাই) রাজধানীর সচিবালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস হুইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সওয়ার নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই চুক্তি শুধু খাদ্য আমদানির পথই প্রশস্ত করবে না, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আস্থা এবং বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, “এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে, যার সুফল পাবে উভয় দেশের জনগণ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
এই চুক্তির ফলে দেশের খাদ্য মজুত ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে এবং অপ্রত্যাশিত খাদ্য সংকট মোকাবিলায় সরকার আরও সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।