সারাদেশ ডেস্ক | ১৯ জুলাই, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার (১৯ জুলাই) রাতে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, প্রচণ্ড গরমের কারণে আমির সাহেব সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
ডা. তাহের বলেন, “গরমের কারণেই আমির সাহেব কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন। তবে এখন তিনি ভালো আছেন। তেমন কোনো গুরুতর সমস্যা নেই। তার রক্তচাপ ও সুগারও স্বাভাবিক রয়েছে।”
তিনি আরও জানান, সমাবেশের সময় অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠান স্থগিতের বিষয়টি ভাবা হয়েছিল। কিন্তু জামায়াত আমির নিজেই সমাবেশ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ফলে তিনি মঞ্চে বসেই নিজের বক্তব্য শেষ করেন।
উল্লেখ্য, শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
এদিকে, জামায়াত আমিরের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তারা তার চিকিৎসা ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
সমাবেশে কোনো বড় ধরনের অঘটন না ঘটায় সন্তোষ প্রকাশ করে ডা. তাহের বলেন, “বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণেও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এটা আমাদের জন্য স্বস্তির বিষয়।”