সারাদেশ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে দেখতে গেছেন বিএনপির শীর্ষ নেতারা। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। তিনি জানান, জামায়াত আমিরের বর্তমান অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন বিএনপি নেতারা।
এর আগে একই দিন সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। এক পর্যায়ে তিনি দুইবার মঞ্চে পড়ে যান। পরে কিছু সময় বিশ্রাম নিয়ে বসে থেকে বক্তব্য শেষ করেন তিনি।
তার শারীরিক অবস্থার বিষয়ে সাংবাদিকদের জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ আবু তাহের জানান, “ডা. শফিকুর রহমান বর্তমানে চিকিৎসাধীন থাকলেও আশঙ্কাজনক কিছু নয়। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আশা করছি কিছুক্ষণ বিশ্রাম শেষে বাসায় ফিরতে পারবেন।”
প্রসঙ্গত, ডা. শফিকুর রহমান বর্তমানে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।