সারাদেশ প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডিতে প্রকাশ্যে চাপাতি হাতে ভয় দেখিয়ে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোড়ন তুলেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টার পর ধানমন্ডি ৩২ নম্বর এলাকার নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ থাকলেও ছিনতাইকারী নির্বিঘ্নে চলে যান তাদের সামনেই।
ভিডিও ফুটেজে দেখা যায়, সাদা শার্ট পরা এক পথচারীকে লক্ষ্য করে কালো প্যান্ট পরা এক যুবক চাপাতি উঁচিয়ে ভয় দেখাচ্ছেন। কিছুক্ষণ বাদেই তিনি জোরপূর্বক ব্যাগটি ছিনিয়ে নেন এবং চাপাতি হাতে রাস্তা পার হয়ে সোজা চলে যান। আশেপাশে থাকা সাধারণ মানুষ কেবল তাকিয়েই দেখছিলেন; কেউ প্রতিরোধে এগিয়ে আসেননি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই বিষয়টি পুলিশের নজরে আসে। শুক্রবার (১৮ জুলাই) রাতে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, “ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি—না ভুক্তভোগী, না অভিযুক্ত ছিনতাইকারী।”
তিনি আরও জানান, এখনো পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ করেননি। তবে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং তা পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা বলেন, “রাত ১২টার পর রাসেল স্কয়ার এলাকায় ট্রাক ও নৈশকোচের ভিড় থাকে। ওই সময় ট্রাফিক পুলিশ সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যস্ত ছিলেন। তাই হয়তো চাপাতি হাতে থাকা যুবককে তারা লক্ষ্য করতে পারেননি।”
বিশ্লেষকরা বলছেন, এমন প্রকাশ্য ছিনতাই রাজধানীবাসীর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষ করে যখন পুলিশ সদস্যরা সামনেই থাকেন, তখনো যদি এ ধরনের ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের ভরসার জায়গা কোথায়?