সারাদেশ প্রতিবেদক
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে যোগ দিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমীরসহ দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন কর্মী-সমর্থক। নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান, অপরজন মারা যান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের প্রবেশমুখে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফরিদপুর হাইওয়ে পুলিশের ওসি জানান, খুলনা থেকে একটি বাসে করে জামায়াতের নেতাকর্মীরা ঢাকায় সমাবেশে যোগ দিতে রওনা হয়। রাত তিনটার দিকে ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের শুরুতে দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে পরপর দুটি বাস ও একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দাকোপ উপজেলার জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আবু সাইদ। গুরুতর আহত আরও এক কর্মীকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই সময়ে ভাঙ্গার নাছিরাবাদ এলাকায় দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিতে ঢাকায় আসছেন।