গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে চলমান কারফিউ শিথিল করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ আংশিকভাবে শিথিল থাকবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান।
কারফিউ শিথিলের ঘোষণার পর সকাল থেকেই রাস্তাঘাটে বাড়তে শুরু করেছে মানুষের চলাচল। বিভিন্ন বাজার ও দোকানপাটে ভিড় করেছেন সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গণপরিবহণও চলাচল শুরু করেছে।
স্থানীয়দের অনেকে জানাচ্ছেন, কয়েকদিনের টানা অচলাবস্থার পর স্বস্তি ফিরেছে জনজীবনে। বাজারে ক্রয়-বিক্রয়ের গতি বেড়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
এর আগে গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিনই পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে প্রশাসন। পরে একাধিক দফায় কারফিউর সময়সীমা বাড়ানো হয়।
তবে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি চলছে শহরের বিভিন্ন এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সতর্ক থেকে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।