গাজা, ফিলিস্তিন | ১৯ জুলাই, ২০২৫
ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। শনিবার (১৯ জুলাই) ফিলিস্তিনের স্থানীয় সময় ভোর থেকে শুরু হওয়া হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ জন। টানা সহিংসতায় বেড়েই চলেছে নিহত ও আহতের সংখ্যা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সকালে ত্রাণ সংগ্রহে আসা হতদরিদ্র মানুষের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। খাবারের জন্য অপেক্ষমাণ নিরীহ মানুষের ওপরে বর্বর এ হামলায় মারা গেছেন কমপক্ষে ১০ জন।
এছাড়া বাস্তুচ্যুতদের আশ্রয় হিসেবে ব্যবহৃত একটি বাড়ি ও একটি স্কুল টার্গেট করে চালানো হয় বিমান হামলা। এতে শিশু ও নারীসহ প্রাণ হারান আরও ৩ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
একইদিন পশ্চিম তীরের জেনিন শহরে ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। অভিযোগ রয়েছে, কোনো পূর্বঘোষণা বা সংঘর্ষ ছাড়াই ওই কিশোরকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
এদিকে পশ্চিম তীরের আরও কিছু এলাকায় ফিলিস্তিনিদের গৃহপালিত পশুর ওপরও চালানো হয় সহিংসতা। ইসরায়েলি দখলদারদের হামলায় নিহত হয়েছে অন্তত ১০০টি ভেড়া ও ছাগল। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি খামার ও গোয়ালঘর।
গাজার দেইর আল বালায় এলাকায় খাদ্য সংকট চরমে পৌঁছেছে। পুষ্টিকর খাবার ও চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে ১ বছর বয়সী একটি শিশু। স্থানীয়রা জানায়, শিশুটির পরিবার কয়েকদিন ধরে পর্যাপ্ত খাবার পায়নি।