গাজা উপত্যকায় একমাত্র ক্যাথলিক গির্জা ‘হলি ফ্যামিলি চার্চ’-এ ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে একজন প্যারিশ পুরোহিতও রয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর থেকে চালানো এই সামরিক অভিযানে গাজা জুড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৬ জন ফিলিস্তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন আবাসিক এলাকা ও ধর্মীয় স্থাপনাগুলোর ওপর ট্যাংক থেকে গোলাবর্ষণ করে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা সিটি’র ঐতিহাসিক হলি ফ্যামিলি চার্চ, যেখানে নিয়মিত যোগাযোগ রাখতেন প্রয়াত পোপ ফ্রান্সিস নিজেও।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৮ হাজার ৭০০ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন।
চার্চে হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইতালি একে ‘অমানবিক আগ্রাসন’ বলে উল্লেখ করে অবিলম্বে গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। এমনকি দীর্ঘদিন ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র-ও হামলার কঠোর সমালোচনা করেছে।