কলকাতা প্রতিনিধি : ১৭ জুলাই
ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের উল্লেখযোগ্য সংখ্যক ভিসা দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জয়সওয়াল জানান, “বাংলাদেশি নাগরিকদের এখন যথেষ্ট পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে। মেডিক্যাল, ইমার্জেন্সি ও শিক্ষাবিষয়ক কারণসহ বিভিন্ন প্রয়োজনে এই ভিসা প্রদান করা হচ্ছে।”
তিনি বলেন, “গত বছরের জুলাই-আগস্ট থেকেই বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম অনেকটা স্তিমিত ছিল। এতে ভিসা পেতে না পারায় বাংলাদেশিদের মধ্যে দুর্ভোগ তৈরি হয়েছিল। তবে এখন সেই পরিস্থিতির উন্নতি হয়েছে।”
তবে সাম্প্রতিক সময়ে ঠিক কত সংখ্যক ভিসা বাংলাদেশি নাগরিকদের দেওয়া হয়েছে— এমন প্রশ্নে জয়সওয়াল বলেন, “এ তথ্য জানার পর বলতে হবে।”
বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ভারত কতটা নজর রাখছে—এমন প্রশ্নে রণধীর জয়সওয়াল বলেন, “এই অঞ্চলে যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করি, গুরুত্ব সহকারে তা আমলে নিই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।”
প্রসঙ্গক্রমে মুখপাত্র জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মাত্র ছয় মাসেই বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।
তিনি বলেন, “এই বছরের ২০ জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ১,৫৬৩ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। বেশিরভাগ ভারতীয়কেই বাণিজ্যিক বিমানে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।”