খারকিভ, ক্রিভি রিহ, ভিনিৎসিয়া ও ওডেসায় বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেন, পাল্টা জবাবে রাশিয়ায় ড্রোন হামলা চালায় কিয়েভ
ইউক্রেনে নতুন করে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্যমতে, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার (১৬ জুলাই) পর্যন্ত দেশটির বিভিন্ন শহরে অন্তত ৪০০টি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মস্কো। এই হামলায় অন্তত ২ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন।
ড্রোন হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ, কেন্দ্রীয় ক্রিভি রিহ, পশ্চিমাঞ্চলের ভিনিৎসিয়া এবং দক্ষিণের বন্দরনগরী ওডেসা। হামলার অন্যতম প্রাণকেন্দ্র ছিল পূর্ব ইউক্রেনের দোনেৎস্কের ডোব্রোপিলিয়া, যেখানে একটি শপিং সেন্টার এবং স্থানীয় বাজারে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
দোনেৎস্কের গভর্নর ভাদিম ফিলাশকিন জানান, স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে প্রায় ৫০০ কেজি (১,১০০ পাউন্ড) ওজনের একটি বোমা ভবনে আঘাত হানে। এতে শুধু ভবনটিই নয়, আশেপাশের অন্তত ৮টি অ্যাপার্টমেন্ট ব্লক ও ৮টি যানবাহন ধ্বংস হয়ে যায়। তিনি বলেন, “এটি ছিল পূর্ব ইউক্রেনের জন্য এক বিভীষিকাময় বিকেল।”
হামলার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘটনাকে “ভয়াবহ ও নির্বোধ রুশ সন্ত্রাস” বলে আখ্যা দিয়েছেন। এরই মধ্যে রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এই হামলায় ভোরোনেজ, বেলগোরোদসহ কয়েকটি শহরে অন্তত ২৯ জন আহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।
তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এক রাতেই অর্ধশতাধিক ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।
যুদ্ধক্ষেত্রের উত্তেজনার পাশাপাশি কূটনীতির মঞ্চেও টানাপড়েন চলছে। একদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অতিরিক্ত অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার রাজধানী মস্কোতে সরাসরি হামলা না করার জন্য সতর্কবার্তা দিয়েছেন কিয়েভকে।