নিবন্ধন স্থগিতের পরও ওয়েবসাইটে ফিরল নৌকা, বিভ্রান্তি জনমনে
নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক আবারও দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ইসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে প্রতীক হিসেবে নৌকা রাখা হয়েছে।
এর আগের দিন, বুধবার (১৬ জুলাই) সকালে হঠাৎ করেই ওই প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে ইসি। এ বিষয়ে কমিশনের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক জানান, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই প্রতীকটি সরিয়ে ফেলা হয়।”
তবে এ নিয়ে কমিশনের ভেতর থেকে ভিন্ন বার্তা আসে। ইসি সচিবালয় জানায়, নৌকা প্রতীক নিয়ে কমিশনের পক্ষ থেকে নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগের সিদ্ধান্ত অনুযায়ী, দল হিসেবে আওয়ামী লীগ বিলুপ্ত হলে তফসিল থেকে প্রতীকটি বাদ দেওয়া হবে। নিবন্ধন স্থগিত কিংবা বাতিল হলে প্রতীকটি ওয়েবসাইট থেকে সরানো বা রাখা—এটা প্রশাসনিক স্তরের বিষয়।
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন। তিনি লিখেন—
> “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা এই গণঅভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দিতে এই মার্কা রেখে দিলেন?”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশজুড়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ১৫ বছরের শাসন অবসান ঘটে আওয়ামী লীগের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর ২০২৫ সালের ১২ মে সরকারিভাবে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনসমূহের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ ধারাবাহিকতায় নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে।
এরপরও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ‘নৌকা’ প্রতীক পুনরায় যুক্ত হওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে—এটা কি ভুলবশত, নাকি পরিকল্পিত কিছু?