সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা শহরসহ বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী, বেদুইন মিলিশিয়া এবং স্থানীয় দ্রুজ যোদ্ধাদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। রোববার (১৩ জুলাই) থেকে শুরু হওয়া টানা লড়াইয়ে এ পর্যন্ত অন্তত ২০৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৯৩ জনই সিরিয়ান সরকারি বাহিনীর সদস্য, বাকিরা বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের যোদ্ধা।
অঞ্চলটিতে যুদ্ধবিরতি ঘোষণার পরও থেমে থেমে চলছে সংঘর্ষ। সুয়েইদার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলো বন্ধ করে দিয়েছে সরকারি বাহিনী। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। আটকা পড়া সেনা সদস্যদের উদ্ধারে হামা ও হোমস প্রদেশ থেকে অতিরিক্ত সেনাবহর পাঠানো হয়েছে।
এদিকে সংঘর্ষপূর্ণ এলাকাতেই ইসরায়েলি বিমান হামলা নতুন মাত্রা যোগ করেছে পরিস্থিতিতে। তেলআবিব দাবি করেছে, সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে রক্ষার লক্ষ্যে এই হামলা চালানো হচ্ছে। সুয়েইদা শহর হচ্ছে সিরিয়ায় দ্রুজদের সবচেয়ে বড় ঘাঁটি, যেখানে ইসরায়েল বরাবরই এই সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে আসছে।
সূত্র: লস অ্যাঞ্জেলেস টাইমস, টাইমস অব ইসরায়েল।