বেইজিং, ১৬ জুলাই — চীনের একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে এক জাপানি নাগরিককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে। বেইজিংয়ে জাপানি দূতাবাসের বরাতে জাপানি বার্তা সংস্থা কিয়োদো নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১৬ জুলাই) বেইজিংয়ের ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এই রায় ঘোষণা করে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জাপানের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্টেলাস ফার্মা ইনক-এর একজন কর্মচারী ছিলেন। তাকে ২০২৩ সালের মার্চ মাসে, চীন ত্যাগের ঠিক আগে আটক করা হয়। পরে ওই বছরের অক্টোবর মাসে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয় এবং ২০২৪ সালের আগস্টে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
চীনে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কেনজি কানাসুগি রায় ঘোষণার পর সাংবাদিকদের বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। জাপানি সরকার তার দ্রুত মুক্তির জন্য চাপ দিতে থাকবে এবং সব ধরনের সহায়তা চালিয়ে যাবে।”
উল্লেখ্য, গত এক দশকে চীনে একাধিক জাপানি নাগরিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক বা দণ্ডিত করা হয়েছে। তবে জাপান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং নাগরিকদের সুরক্ষায় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
মূল তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি