জেরুজালেম, ১৬ জুলাই | ✍ প্রতিবেদক ডেস্ক
ইসরায়েলের আল্ট্রা-অর্থোডক্স শাস পার্টি স্থানীয় সময় বুধবার (১৬ জুলাই) এক নাটকীয় ঘোষণায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে থাকা তাদের সব মন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছে।
এই পদক্ষেপ এসেছে হরেদি ইহুদি সম্প্রদায়ের বাধ্যতামূলক সামরিক চাকরি থেকে অব্যাহতি প্রসঙ্গে চলমান বিতর্ক ও সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদ হিসেবে।
তবে পদত্যাগের পরও দলটি স্পষ্ট করেছে—তারা এখনই ক্ষমতাসীন জোট ত্যাগ করছে না। ফলে, সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টিকে থাকা নেতানিয়াহুর জোট সরকার আপাতত বড় ধরনের ধাক্কা এড়াতে পারছে।
শাস পার্টির এই সিদ্ধান্ত এসেছে দলের শীর্ষ ধর্মীয় পরামর্শক সংস্থা ‘কাউন্সিল অব টোরাহ সেজেস’-এর এক জরুরি বৈঠকের পর। ওই বৈঠকে হরেদিদের সামরিক ছাড় অব্যাহত রাখতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে মন্ত্রীত্ব ত্যাগের পক্ষে সর্বসম্মতভাবে ভোট হয়।
ধর্মীয় সেবা মন্ত্রী মাইকেল মালচিয়েলি বলেন, ‘‘এই পদত্যাগ তোরাহ শিক্ষার্থীদের ওপর নিপীড়নের জবাব।’’ তিনি আরও যোগ করেন, ‘‘বর্তমানে সরকারে থাকা আমাদের জন্য অনুপযুক্ত, তবে আমরা বামপন্থীদের সঙ্গে কোনোভাবেই সহযোগিতা করবো না।’’
শাস পার্টি বর্তমানে ইসরায়েলের অভ্যন্তরীণ, শ্রম, কল্যাণ ও ধর্মীয় সেবা মন্ত্রণালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতর নিয়ন্ত্রণ করে। পদত্যাগের পরও তাদের জোটে থাকার সিদ্ধান্ত নেতানিয়াহুর জন্য তাৎপর্যপূর্ণ।
স্থানীয় পত্রিকা ইদিওথ আহারোনথ জানিয়েছে, প্রধানমন্ত্রীর দফতরের চাপেই শাস পার্টি পুরোপুরি জোট ত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) একই ইস্যুতে নেতানিয়াহুর জোটের অপর অংশীদার আগুদাত ইসরায়েল ও দেগেল হাতোরাহ (যারা মিলে ইউনাইটেড টোরাহ জুডাইজম গঠন করে) সরকার থেকে সরে যায়। এতে নেসেটে সরকার সমর্থিত সদস্য সংখ্যা নেমে আসে ৬১-এ, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন সীমা।
শাস পার্টির ১১ জন সদস্যও যদি একই পথে হাঁটে, তাহলে নেতানিয়াহুর জোট সরকার সংখ্যালঘুতে পরিণত হতে পারে।
জুন মাসে ইসরায়েলের সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায়ে হরেদি সম্প্রদায়ের দীর্ঘদিনের সামরিক অব্যাহতি বাতিল করে দেয় এবং সামরিক বাহিনীতে শিক্ষার্থী না পাঠানো ধর্মীয় স্কুলগুলোর জন্য সরকারি অর্থায়ন বন্ধের নির্দেশ দেয়।
হরেদিরা দাবি করে, তোরাহ অধ্যয়নই তাদের জাতীয় সেবা, এবং ধর্মনিরপেক্ষ সামরিক কাঠামোর সঙ্গে সংযুক্ত হওয়া তাদের ধর্মীয় পরিচয়কে হুমকির মুখে ফেলে। ফলে, অনেক হরেদি ইয়েশিভায় (ধর্মীয় স্কুল) পড়ার অজুহাতে ২৬ বছর বয়স পর্যন্ত সামরিক সেবাকে এড়িয়ে চলে।
সরকার থেকে মন্ত্রী পদত্যাগ ও জোটে থাকা—এই দ্বৈত অবস্থানে শাস পার্টির অবস্থান নেতানিয়াহুর জন্য এক কঠিন সমীকরণ তৈরি করেছে।
সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েল