গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত হয়নি বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বুধবার (১৬ জুলাই) এক সরকারি বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়, কোনো অবস্থাতেই সরকার ইন্টারনেট সেবা বন্ধের নীতিতে নেই এবং সারাদেশেই মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সচল রয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গোপালগঞ্জ বা দেশের অন্য কোনো এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ বা সীমিত করার কোনো নির্দেশনা দেয়নি। সরকারের সুস্পষ্ট অবস্থান হলো—ইন্টারনেট শাটডাউনের পথে না গিয়ে বরং অব্যাহত সেবা নিশ্চিত করা।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, “বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, যে কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন করার প্রশ্নই আসে না। তাই গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়েছে—এ ধরনের তথ্য পুরোপুরি ভিত্তিহীন।”
বিবৃতিতে আরও বলা হয়, “দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে একটি বিশেষ গোষ্ঠী গুজব ও অপপ্রচার চালাচ্ছে। তাদের এই ধরনের মিথ্যা প্রচারণা জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যপ্রণোদিত। এ বিষয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে হবে।”