ফরিদপুর, ১৭ জুলাই:
জুলাই শহীদদের স্মরণে এবং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ ফরিদপুর, রাজবাড়ি ও মানিকগঞ্জ জেলায় কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনব্যাপী এসব কর্মসূচিকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে সকাল থেকেই জমতে শুরু করেছেন এনসিপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। সরেজমিনে দেখা গেছে, সেখানে মূল সমাবেশের প্রস্তুতি প্রায় সম্পন্ন। খুলনাসহ আশপাশের জেলা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সহস্রাধিক কর্মী সমাবেশে যোগ দিতে ফরিদপুরে রওনা হয়েছেন।
জেলা নেতারা জানান, কেন্দ্রীয় নেতারা ফরিদপুর পৌঁছে প্রথমে সার্কিট হাউসে অবস্থান করবেন। পরে সেখান থেকে পথসভা করে জনতা ব্যাংক মোড়ের মূল সমাবেশস্থলে যাবেন তারা।
সমাবেশ শেষে ফরিদপুরের আলিপুর এলাকায় এনসিপির জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় নেতারা। এরপর জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে নেতৃবৃন্দের।
ফরিদপুরের কর্মসূচি শেষ করে দলটি রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হবে। সেখানেও পথসভা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। এরপর মানিকগঞ্জে আরও একটি পথসভা করার কথা রয়েছে।