গোপালগঞ্জ, ১৭ জুলাই:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র একটি পথসভাকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) দিনভর সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে গোপালগঞ্জ জেলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে, যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত বলবৎ থাকবে।
পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা ছড়াতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা রূপ নেয় সহিংসতায়। এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, তাদের গাড়ি ও অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকায়।
কারফিউ জারির ফলে শহরের বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সাধারণ মানুষ আতঙ্কে ঘরে অবস্থান করছেন। শুধুমাত্র জীবন-জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। রাস্তায় দেখা গেছে শুধু দিনমজুর ও খেটে খাওয়া মানুষের চলাফেরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে নাগরিকদের ঘরের বাইরে না আসার আহ্বান জানানো হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোতায়েন করা হয়েছে ১ হাজার ৫০০ এর বেশি পুলিশ সদস্য। পাশাপাশি, দায়িত্ব পালন করছে সেনাবাহিনী, ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা।
তবে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা কিংবা কেউ গ্রেফতার হয়েছে কি না—সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি জেলা পুলিশ।
এনসিপির স্থানীয় নেতারা অভিযোগ করেছেন, পূর্বপরিকল্পিতভাবে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে, প্রশাসনের দাবি, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।