নিজস্ব প্রতিবেদক | বগুড়া | ১৭ জুলাই ২০২৫
বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে আহত এবং তার দাদী ও ভাবিকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বন্যা ইসলামপুর এলাকার যুবক সৈকতের প্রেমের প্রস্তাব দীর্ঘদিন ধরে প্রত্যাখ্যান করে আসছিল। এতে ক্ষিপ্ত হয়ে সৈকত প্রায়ই তাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করত। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠকও হয়।
তবে সকল বিরোধ ও আপত্তি উপেক্ষা করে ওই রাতে সৈকত আচমকাই বন্যার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। বন্যাকে বাঁচাতে গেলে তার দাদী লাইলী বেওয়া (৭০) ও ভাবি হাবিবা ইয়াসমিন (৩০) এগিয়ে আসেন। তখন তাদের ওপরও হামলা চালায় অভিযুক্ত যুবক। পরে পালিয়ে যায় সে।
রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাইলী বেওয়া ও হাবিবা ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন। বন্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্ত সৈকতকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।