ফরিদগঞ্জ (চাঁদপুর), ১৫ জুলাই ২০২৫ –
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। অভিমান ও রাগে, শুক্রবার ভোররাতে মা পারুল বেগম (৪৫) ও তাঁর কন্যা জান্নাত আক্তার (১৮) একসঙ্গে কীটনাশক পান করেন। গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, পরে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয় ।
দুঃখজনকভাবে, হাসপাতালে পৌছানোর পর জান্নাত আক্তারকে মৃত ঘোষণা করা হয় । বর্তমানে মা পারুল বেগম চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরবর্তী নার্সারি ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ জয়নাল আবেদীনের (বয়স উল্লিখিত না) সঙ্গে পারিবারিক বিবাদ বাধে। বুধবার সকালে তিনি পারুল ও জান্নাতকে বকাঝকা করেন, যার পরিপ্রেক্ষিতে তারা অভিমানে ঘরে রাখা কীটনাশক পান করেন ।
২৪/৭ সেবা দেওয়া ফরিদগঞ্জ হেলথ কমপ্লেক্সে প্রাথমিক প্রয়োজনে নিয়ে গেলে কর্তৃপক্ষ অবিলম্বে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন ।
জয়নাল আবেদীন জানিয়েছেন, তার মেয়ে মানসিকভাবে একটু ভিন্ন ছিলেন এবং প্রায়ই মায়ের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হতো । ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার প্ররোচনা হিসেবে দেখছে পুলিশ। ঘটনার পর সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে ।