ঢাকা, ১৫ জুলাই:
বিএনপি কোনোভাবেই সংখ্যানুপাতিক বা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায় না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
সালাহউদ্দিন বলেন, “আজকের বৈঠকে তিনটি বিষয় আলোচনার জন্য নির্ধারিত ছিল। এর মধ্যে দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রথমটি ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে। উচ্চকক্ষ ও নিম্নকক্ষ গঠনের প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন মত থাকায় এখনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।”
তিনি জানান, অধিকাংশ রাজনৈতিক দল দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থার বিষয়ে নীতিগতভাবে একমত হলেও এর গঠন, সদস্য মনোনয়ন ও নির্বাচন পদ্ধতি নিয়ে বিস্তর মতভেদ রয়েছে।
বিএনপি ৩১ দফার আলোকে উচ্চকক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে বলে জানান দলটির এই শীর্ষ নেতা।
তিনি আরও বলেন, “আমরা আগের অবস্থানে অটল রয়েছি। আমাদের প্রস্তাবিত উচ্চকক্ষ হবে একটি প্রতিনিধিত্বমূলক কাঠামো, যেখানে বিশেষজ্ঞ, সংখ্যালঘু, নারী, যুবকসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর প্রতিফলিত হবে।”
এ সময় পিআর পদ্ধতি নিয়ে প্রশ্ন করলে বিএনপির এই নেতা স্পষ্ট করে বলেন, “সংখ্যানুপাতিক নির্বাচনী পদ্ধতির (PR system) পক্ষে আমরা নই। বিএনপি চায় সরাসরি ভোটে প্রার্থীদের নির্বাচিত করার পদ্ধতি বহাল থাকুক।”
সংবিধান সংশোধন সংক্রান্ত আলোচনায় সালাহউদ্দিন জানান, বর্তমান সংবিধান অনুযায়ী সংশোধন প্রস্তাব পাস করতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তবে বিএনপি চাইছে গুরুত্বপূর্ণ সংশোধনগুলোতে গণভোটের বিধান অন্তর্ভুক্ত করতে।
তিনি বলেন, “আমরা সংবিধানের প্রস্তাবনা, ৮, ৪৮, ১৪২ নম্বর অনুচ্ছেদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপন বিষয়ে সংশোধনের প্রস্তাব দিয়েছি। এ বিষয়ে গণভোটের মাধ্যমেও অনুমোদন চেয়েছি। প্রস্তাবটি গ্রহণযোগ্যতা পেয়েছে।”