সংবাদ প্রতিবেদন:
ডেস্ক রিপোর্ট | ১৫ জুলাই ২০২৫
আবারও ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
তবে এই সামরিক সহায়তা বিনামূল্যে নয় বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “প্যাট্রিয়ট পাঠানো হবে, তবে এর জন্য ইউক্রেনকে মূল্য দিতে হবে। বিনামূল্যে কিছুই দেওয়া হবে না।”
ওয়াশিংটন থেকে এখনো ঠিক কয়টি প্যাট্রিয়ট ইউনিট ইউক্রেনকে দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এটি কিয়েভের আকাশ প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগেও, ২০২২ সালে ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সরবরাহের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ২০২৩ সালে সেই প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করা হয় জেলেনস্কি সরকারের কাছে। একইসঙ্গে মার্কিন বাহিনীর দূরপাল্লার রকেট লঞ্চার হাইমার্স (HIMARS)-ও যুক্ত হয় ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে, যা যুদ্ধের মোড় ঘোরাতে উল্লেখযোগ্য অবদান রাখে।
বিশ্লেষকদের মতে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ট্রাম্পের এই সামরিক প্রতিশ্রুতি একদিকে যেমন ইউক্রেনের প্রতি সমর্থনের ইঙ্গিত দেয়, তেমনি তিনি চাইছেন ইউরোপীয় মিত্রদের কাছ থেকেও প্রতিদান আদায় নিশ্চিত করতে।
উল্লেখ্য, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পশ্চিমা সহায়তা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এরমধ্যেই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় প্যাট্রিয়ট সিস্টেম কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে বলে দাবি করেছে কিয়েভ।