হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দীর্ঘ আট মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হলেও দেশের বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ছে না। সোমবার (১৪ জুলাই) একদিনেই এ বন্দর দিয়ে এসেছে ১০ ট্রাক কাঁচামরিচ। তবু কাঁচামরিচের দাম কমেনি, বরং পাইকারি বাজারে প্রতিকেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়।
ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের বাজারে দাম ঊর্ধ্বমুখী থাকায় আমদানির পরিমাণ বাড়ছে। হিলি বন্দরে আসা কাঁচামরিচের বড় অংশ সরাসরি বিক্রি না করে পাঠানো হচ্ছে ঢাকা, বগুড়া, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে—যেখানে দাম আরও বেশি।
গত ১০ জুলাই হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি পুনরায় শুরু হয়। শুরুর দিকে দৈনিক এক-দুই ট্রাক এলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে দিনে ১০ ট্রাকে। আমদানিকারক ও পাইকাররা বলছেন, চলতি মৌসুমে বন্যা ও খরায় দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উৎপাদন কমে গেছে, যার ফলে বেড়েছে বাজারে চাহিদা ও দাম।
হিলি স্থলবন্দরের এক আমদানিকারক জানান, “আমাদের প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে শুল্ক দিতে হচ্ছে ৩৭ টাকা। এরপর পরিবহন, হ্যান্ডলিং ও অন্যান্য খরচ মিলে পাইকারি দামে বিক্রি করতে হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়। স্থানীয় চাহিদা থাকলেও বেশি দামে বিক্রির আশায় মাল ঢাকামুখী পাঠানো হচ্ছে।”
পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারেও সাধারণ মানুষকে চড়া দামে মরিচ কিনতে হচ্ছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় কাঁচামরিচের খুচরা দাম ২৫০-৩০০ টাকা কেজিতে পৌঁছেছে।