নির্বাচন কমিশনের নিবন্ধন প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপে আরও ৮২ দল পাচ্ছে ত্রুটির তালিকা
ঢাকা, ১৫ জুলাই:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের ওপর যাচাই-বাছাই সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি রাজনৈতিক দলের প্রতিটিতেই কোনো না কোনো ঘাটতি চিহ্নিত করেছে সংস্থাটি।
ইসির তথ্য অনুযায়ী, প্রথম ধাপে আজ মঙ্গলবার (১৫ জুলাই) ৬২টি রাজনৈতিক দলকে ত্রুটি সংশোধনের জন্য চিঠি পাঠানো হচ্ছে। বাকি ৮২টি দল—যার মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—তাদেরকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে।
নির্বাচন কমিশন সচিবালয় জানায়, যেসব ত্রুটি-বিচ্যুতি পাওয়া গেছে, সংশ্লিষ্ট দলগুলোকে ১৫ দিনের মধ্যে তা পূরণ করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে ঘাটতি পূরণে ব্যর্থ হলে নিবন্ধন প্রক্রিয়া থেকে বাদ পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।
এর আগে, ২০২৪ সালের ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনপ্রত্যাশী দলগুলোকে আবেদন করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন। তবে জাতীয় নাগরিক পার্টিসহ আরও কয়েকটি দল আবেদন করতে না পারায় সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার আগ পর্যন্ত মোট ১৪৪টি দল ১৪৭টি আবেদন জমা দেয়।
নিবন্ধন সংক্রান্ত এই প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে দলগুলোর সাংগঠনিক সক্ষমতা, গঠনতন্ত্র ও অন্যান্য কাগজপত্রের যথাযথতা যাচাইয়ের পরই তাদের নিবন্ধনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।