নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহবাগে অবস্থিত ‘প্রজন্ম চত্বর’ এর স্থাপনাটি ভেঙে ফেলা হয়েছে। শনিবার (১২ জুলাই) গভীর রাতে অজ্ঞাত পরিচয়ে একদল লোক বুলডোজার দিয়ে এই ভাস্কর্যটি ধ্বংস করে দেয়। ঘটনাটি রাতের আঁধারে ঘটানো হলেও এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি বুলডোজার এনে হঠাৎ করেই স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পন্ন হয় এবং ঘটনাস্থলে কোনো কর্তৃপক্ষের উপস্থিতি চোখে পড়েনি। স্থানীয়দের মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া— কেউ কেউ একে দুঃখজনক ও ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা বলছেন, আবার কেউ কেউ বলছেন, দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও জরাজীর্ণ হওয়ায় এটি সরিয়ে নেওয়াটা প্রয়োজন ছিল।
তবে কে বা কারা এই অপসারণের পেছনে রয়েছে বা এটি কোনো সরকারি নির্দেশে করা হয়েছে কি না— সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে।
উল্লেখ্য, ২০১৩ সালের ঐতিহাসিক গণজাগরণ আন্দোলনের সময় শাহবাগ মোড়ে গড়ে ওঠে ‘প্রজন্ম চত্বর’। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ওই আন্দোলন চলাকালে ভাস্কর্যটি মুক্তিযুদ্ধের চেতনা ও জনতার ঐক্যবদ্ধ কণ্ঠের প্রতীক হয়ে ওঠে। সে সময় লাখো মানুষের সমাবেশে মুখরিত হয়েছিল এই স্থানটি।