স্পোর্টস ডেস্ক:
টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর প্রথম টি-টোয়েন্টিতেও হোঁচট খেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় পরাজয় টাইগার শিবিরে হতাশা তৈরি করেছে। তবে ঘুরে দাঁড়ানোর আশা এখনো শেষ হয়নি। আজ রোববার (১৩ জুলাই) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের লক্ষ্যেই মাঠে নামছে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। আজকের ম্যাচে হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার নিশ্চিত হবে বাংলাদেশের। তাই, রাঙিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আজকের ম্যাচ হয়ে উঠেছে টাইগারদের জন্য ‘ডু অর ডাই’।
দলের ধারাবাহিক ব্যর্থতায় হতাশ প্রধান কোচ ফিল সিমন্স। দ্বিতীয় টি-টোয়েন্টিকে সামনে রেখে নতুন করে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। সম্ভাবনা রয়েছে একাদশে একাধিক পরিবর্তনেরও। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, “এভাবে আর চলতে পারে না। আমাদের নতুন করে শুরু করতে হবে। অনুশীলনে খেলোয়াড়রা ভালো করছে, কিন্তু সেটার প্রতিফলন মাঠে চাই। পারফরম্যান্সে ধারাবাহিকতা আনতেই হবে।”
অন্যদিকে, আত্মবিশ্বাসে ভরপুর শ্রীলঙ্কা দল চাইছে আজই সিরিজ নিশ্চিত করতে। তাদের টার্গেট, দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিয়ে সিরিজ জয় নিশ্চিত করা। দলের ফিল্ডিং কোচ উপুল চন্দনা বলেন, “আমরা প্রথম ম্যাচের মতোই আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। এই উইকেটে ব্যাটিং সহায়ক কন্ডিশন থাকবে বলে আশা করছি। আমাদের লক্ষ্য এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয়।”
রাঙিরির উইকেট একটু ব্যতিক্রম। সবুজ ঘাস থাকায় পেসাররা কিছুটা সুবিধা পেতে পারেন। তবে সামগ্রিকভাবে এটি ব্যাটারদের জন্য অনুকূল, তাই রানপ্রবাহের ম্যাচই হতে যাচ্ছে আজ।
বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে নতুন মুখ, বিশেষ করে মিডল অর্ডারে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। লিটনদের আজ জিততেই হবে—শুধু সিরিজ টিকিয়ে রাখার জন্য নয়, সাম্প্রতিক ধারাবাহিক ব্যর্থতার দায় থেকে মুক্ত হওয়ার জন্যও।
সিরিজের হালচিত্র:
প্রথম টি-টোয়েন্টি: শ্রীলঙ্কা জয়ী (৭ উইকেট)
দ্বিতীয় টি-টোয়েন্টি: আজ, সন্ধ্যা ৭:৩০, ডাম্বুলা
তৃতীয় টি-টোয়েন্টি: আসন্ন (সিরিজ নির্ধারণী হতে পারে)