ঢাকা রিপোর্ট:
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে রাজধানী ঢাকায় মেট্রোরেলের পিলারজুড়ে আঁকা হচ্ছে ব্যতিক্রমধর্মী গ্রাফিতি। ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ শিরোনামের এই উদ্যোগে বর্তমান আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলের নানা বিতর্কিত ঘটনাকে তুলে ধরছেন চারুশিল্পীরা।
রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশন থেকে ফার্মগেট পর্যন্ত সড়কপথে চোখে পড়ছে এসব গ্রাফিতিচিত্র। একেকটি পিলারে ফুটিয়ে তোলা হচ্ছে শেখ হাসিনার শাসনামলের সময় ঘটে যাওয়া আলোচিত ও সমালোচিত ঘটনাবলি—যেমন, খালেদা জিয়ার কারাবাস, ২৪-এর অভ্যুত্থান, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, তনু ও ফেলানি হত্যাকাণ্ড, বিশ্বজিৎ হত্যাচিত্র, ইলিয়াস আলীর গুম, শাপলা চত্বরের অভিযান, এবং বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন।
প্রতিটি পিলারের এক পাশে উল্লিখিত হচ্ছে ঘটনার সাল ও শিরোনাম, বাকি তিন পাশে সেই বছরের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনার চিত্ররূপ। শিল্পীরা জানান, ৫ আগস্টের আগেই পুরো কাজ শেষ করার লক্ষ্য নিয়ে তারা বৃষ্টি উপেক্ষা করে নিরলসভাবে কাজ করছেন।
চারুশিল্পীরা বলছেন, তাদের তুলির আঁচড়ে উঠে আসছে “দমন-পীড়ন, নিপীড়ন আর রাজনৈতিক দুঃশাসনের” নিখুঁত চিত্র। মূলত, ইতিহাসের এক বিকল্প দলিল হিসেবেই দেখা হচ্ছে এই গ্রাফিতি প্রকল্পকে।
এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে সহযোগিতা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির প্রশাসক নগরবাসী ও রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানিয়েছেন, মেট্রোরেল পিলার এলাকায় যেন কেউ পোস্টার না লাগায়, বরং শহরকে শৈল্পিক প্রতিবাদের মাধ্যমে পরিচ্ছন্ন রাখতে সহায়তা করে।
কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত প্রথম পর্বের কাজ শেষ হওয়ার পর, দ্বিতীয় ধাপে বিজয় সরণি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত পিলারে গ্রাফিতি আঁকা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।