স্টাফ রিপোর্টার |
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১১ জুলাই) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মিটফোর্ডের এই নির্মম ঘটনা বিদেশে অবস্থানরত অবস্থায় শুনে আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। এটা কোন যুগে বাস করছি আমরা? কোন সমাজে? দিবালোকে শত শত মানুষের সামনে একজন সাধারণ ব্যবসায়ীকে কেবল চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে এভাবে হত্যা করা হয়েছে!”
ডা. শফিকুর রহমান আরও লেখেন, “হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, তোমার এই পরিণতি হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারিনি — এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ও লজ্জিত। সমাজকে এখনই জেগে উঠতে হবে। মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দিতে হবে। আজ যদি আমরা অন্যায়ে চুপ থাকি, আগামীকাল আরও বড় অন্যায় আমাদের ঘাড়ে এসে পড়বে।”
জামায়াত আমির তার বক্তব্যে জনগণকে ভয় ও সংকোচ উপেক্ষা করে সকল অপরাধ ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
প্রসঙ্গত, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হত্যার পরও মরদেহের ওপর চলতে থাকে বীভৎসতা। এই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।