বৃষ্টি উপেক্ষা করে খুলনায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশ। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় খুলনার শিববাড়ি মোড়ে কেন্দ্রীয় নেতাদের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঢল নামে এবং উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। শিববাড়ি মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে তেতুলতলা ঘুরে পুনরায় শিববাড়িতে এসে শেষ হয় ‘জুলাই পদযাত্রা’।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারের তীব্র সমালোচনা করে বলেন, দেশে নতুন স্বাধীনতা এলেও তা একটি দলের জন্য লুটপাট ও চাঁদাবাজির সুযোগ হয়ে দাঁড়িয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, পাঁচই আগস্ট থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, একসময় ব্যবসায়ীরা রাজনীতির ছত্রছায়ায় মাফিয়ায় পরিণত হয়েছিল, এখন সেই চক্রকেই আবার সামনে আনা হচ্ছে। তিনি দখলদার ও দুর্নীতিবাজ রাজনীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এসময় দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের উদ্দেশে বলেন, কিছু গণমাধ্যম ‘মিডিয়ালীগে’ পরিণত হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে সত্য প্রকাশ করতে হবে। তিনি দাবি করেন, বিএনপির অনেক নেতাকে জেল থেকে ও ভারত থেকে ফিরিয়ে এনেছেন তারা।
নেত্রী তাবাসসুম বলেন, এখনও প্রকাশ্যে মানুষ খুন হচ্ছে, যা স্বাধীনতার স্বপ্নকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি খুলনা থেকেই নতুন করে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এনসিপি নেতা নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, একসময় ব্যবসায়ীরা শেখ হাসিনার সিরিয়াল ধরলেও এখন ধরছে লন্ডনের সিরিয়াল। বিএনপি সেই ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে খুলনার কর্মসূচির আগে যশোরের হোটেল অরিয়নে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছে এনসিপি। দলটি দ্রুত ‘জুলাই সনদ’ ঘোষণা এবং জাতীয় নির্বাচনের আগে বিচার ও সংস্কার নিশ্চিত করার দাবি জানিয়েছে।
Ask ChatGPT