স্টাফ রিপোর্টার || ১১ জুলাই ২০২৫, ঢাকা
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১১ জুলাই) দলটির সহ-দফতর সম্পাদক এডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান তিনি।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানিই নয়, এটি রাষ্ট্রের নিরাপত্তা, নাগরিক অধিকার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় বহন করে। প্রকাশ্য দিবালোকে এমন নির্মম হত্যাকাণ্ড সমাজে বিচারহীনতার সংস্কৃতিকে আরও গভীর করে তুলছে।”
তিনি আরও বলেন, “বিএনপির রাজনীতি সম্পূর্ণরূপে সন্ত্রাস ও বর্বরতার বিপরীতে অবস্থান করে। অপরাধী যেই হোক না কেন, তার স্থান কখনোই আইনের ঊর্ধ্বে হতে পারে না। জুলাই-আগস্টের গণআন্দোলনে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অব্যাহত সহিংসতাই এই হত্যাকাণ্ডের পেছনের প্রেক্ষাপট সৃষ্টি করেছে।”
এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
দল থেকে বহিষ্কার জড়িত দুই যুবদল নেতা
হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের মধ্যে রয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নৃশংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিএনপি।
এ বিষয়ে যুবদলের পক্ষ থেকে বলা হয়েছে, “এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড বিএনপি কিংবা যুবদলের নীতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।”
কী ঘটেছিল মিটফোর্ডে?
গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য জনসমক্ষে লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে, ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। হত্যার পর মরদেহের ওপর চালানো হয় আরও বর্বরতা, যা ধিক্কার ও আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও নিন্দা শুরু হয়।