জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুততম সময়ে ঐকমত্য তৈরি করে জুলাই সনদ প্রস্তুতের ওপর জোর দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে কমিশনের ধারাবাহিক সংলাপের সূচনা বক্তব্যে এ কথা জানান কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
তিনি বলেন, “দলগুলোর সঙ্গে অনেক বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। সকলের আন্তরিকতা থাকলে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। সহযোগিতা অব্যাহত থাকলে, আমরা দ্রুত একটি নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারব।”
এদিন অনুষ্ঠিত হয় কমিশনের সংস্কার বিষয়ক আলোচনার দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের বৈঠক। এতে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকের শুরুতেই আলোচনায় উঠে আসে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত ইস্যু।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। আলোচনার মূল লক্ষ্য হলো— একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও টেকসই রাজনৈতিক কাঠামো নিশ্চিত করা।