মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে চার তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দিবাগত গভীর রাতে দুর্গম ওই এলাকায় এ ঘটনা ঘটে, যা পুরো এলাকায় শোকের ছায়া নামিয়েছে।
নিহতরা হলেন—রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। প্রত্যেকেই হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান। আহত অবস্থায় উদ্ধার হওয়া আরও একজন তরুণ, রবি বুনার্জী (২০), বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সেপটিক ট্যাংকে একটি মোবাইল ফোন পড়ে গেলে সেটি তুলতে গিয়ে প্রথমে একজন তরুণ নিচে নামে। পরে তার সাড়া না পেয়ে একে একে আরও তিনজন নামে। সবাই সেখানে অচেতন হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে।
দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলেও কর্তব্যরত চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ সময় সেপটিক ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাস (বিশেষ করে হাইড্রোজেন সালফাইড) শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে তাৎক্ষণিক অচেতনতা ও মৃত্যুর ঝুঁকি তৈরি হয়।